০৫ জুলাই ২০২৪, শুক্রবার



মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ সংবাদদাতা || ১০ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে নিহত ৩


সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় ও দাম হাকাঁনো হয়। এতে গ্রামের দ্বীন ইসলামের পক্ষের লোকজন দামের কথা শোনা যাচ্ছে না বলে আওয়াজ তুললে একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী এর প্রতিবাদ  করেন। এই সময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকটি হয়। ওই কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ আরও জানায়, সংঘর্ষে হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল (৫৮), একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে নুরুল ইসলাম (৪২) ও আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬) নিহত হয়েছেন।

ওসি  বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন