০৪ ডিসেম্বর ২০২৪, বুধবার



দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি লোক: জাতিসংঘ

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ জানুয়ারী, ২০২৩, ০১:০১ পিএম
দারিদ্র্যের মধ্যে আরব অঞ্চলের ১৩ কোটি লোক: জাতিসংঘ


লিবিয়া ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত দেশগুলো ছাড়া আরব বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছে। সম্প্রতি জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া (ইএসসিডব্লিউএ) পরিচালিত এক জরিপে এই তথ্য তুলে ধরা হয়েছে। খবর সিনহুয়ার। রোববার (১ জানুয়ারি) মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সার্ভে অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টস ইন দ্য আরব রিজন’ শিরোনামে এ জরিপে জাতীয় দারিদ্র্য  সীমার বিপরীতে দারিদ্র্যের পরিমাপ করা হয়েছে। এতে দেখা গেছে, এ অঞ্চলে ১৩ কোটি লোক দারিদ্র্যের মধ্যে রয়েছে। 

জরিপে আরও বলা হয়েছে, আগামী দুই বছরে এ সংখ্যা বাড়তে পারে। ২০২৪ সাল নাগাদ ৩৬ শতাংশ লোক দারিদ্র্য প্রভাবিত হতে পারে। 

এছাড়া, বিশ্বে ২০২২ সালে বেকারত্বের হার সবচেয়ে বেশি  ১২ শতাংশ রেজিস্টার্ড হয়েছে আরব অঞ্চলে। নতুন বছরে তা সামান্য কমে ১১.৭ শতাংশ হতে পারে।

তবে জরিপের প্রধান লেখক আহমেদ মৌম্মি বলেছেন, জিসিসিসহ তেল রপ্তানীকারক অন্যান্য দেশগুলো জ্বালানির উচ্চমূল্যের অব্যাহত সুবিধা পাবে। 

মৌম্মি বলেন, তেল রপ্তানীকারক আরব দেশগুলোর উচিত তাদের অর্থনীতিকে জ্বালানি খাত থেকে সরিয়ে নিয়ে এমন কোনো প্রকল্পে বিনিয়োগ করা যাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন হয়।

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন