০২ এপ্রিল ২০২৫, বুধবার



বড় চ্যালেঞ্জে নয়নতারা

বিনোদন ডেস্ক || ৩০ আগস্ট, ২০২৩, ০৬:৩৮ এএম
বড় চ্যালেঞ্জে নয়নতারা


দক্ষিণী সিনেমার সুপারস্টার নয়নতারা। ১৫ বছরের সিনেমাটিক ক্যারিয়ারে প্রথমবারের মতো বি-টাউনে পা রাখতে যাচ্ছেন তিনি। বলিউডে মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমার নাম ‘জওয়ান’। আসছে ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

সবকিছু মিলিয়ে স্বপ্নের অভিষেকের অপেক্ষায় নয়নতারা। সেটাকে ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মানছেন তিনি।

এদিকে ১৪ আগস্ট মুক্তি পেয়েছে জওয়ান সিনেমার নতুন গান ‘চলেয়া’। গানটির কোরিওগ্রাফার বলিউডের প্রভাবশালী কোরিওগ্রাফার ও শাহরুখ খানের বন্ধু ফারাহ খান। গানটিতে শাহরুখের সঙ্গে নয়নতারার রোমান্স সবাইকে মুগ্ধ করেছে।

এর পর থেকেই নয়নতারার বি-টাউন চ্যালেঞ্জ শুরু। এ নিয়ে মুখ খোলেন নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। তিনি বলেন, ‘নয়নতারা অসম্ভব মেধাবী ও পরিশ্রমী একজন অভিনেত্রী। তিনি নাচতে পছন্দ করেন। তাকে কোরিওগ্রাফি করতে গিয়ে নাচের প্রতি তার ভালোবাসা দেখেছি। তাকে যে স্টেপের কথা বলা হতো, সে তেমনটাই করার চেষ্টা করত। সব সময় নিখুঁত কাজ করতে পছন্দ করে নয়নতারা। যার কারণে চলেয়া গানে শাহরুখের সঙ্গে তার পারফর্ম মুগ্ধ করেছে সবাইকে।'

তিনি আরও বলেন, 'দক্ষিণের অভিনেত্রীদের নাচের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে, যা অনেক আগে থেকেই প্রমাণিত। তবে বলিউড অভিনেত্রীরাও এদিক দিয়ে কম না। বলিউডের অভিনেত্রীরাও নাচের প্রতি বেশ পারদর্শী। বর্তমান সময়ের কথাই যদি বলি- দীপিকা, আলিয়া, ক্যাটরিনারা কিন্তু অসম্ভব মেধাবী ড্যান্সার। তাই বলিউডে নয়নতারাকে টিকে থাকতে হলে সামনে বড় ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’

নয়নতারাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। তিনি ফারাহ খানকে ধন্যবাদ দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘ফারাহ একজন প্রেরণামূলক মানুষ। সব সময়ই তিনি নারীদের কাছে আদর্শ। শ্রম ও মেধা কাজে লাগিয়ে পুরুষপ্রধান সমাজ ও শোবিজে এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত তিনি। তার বহু কাজ আমাকে বারবার মুগ্ধ করেছে। তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। অনেক কিছু শিখেছি আমি নাচ নিয়ে। সেই সঙ্গে আমি প্রস্তুত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায়, সেটাও বলতে চাই।’

নয়নতারা প্রত্যাশা করছেন জওয়ান ভারতীয় সিনেমার ইতিহাস সমৃদ্ধ করবে। বক্স অফিস মাতানোর পাশাপাশি এটি চমকে দেবে সমালোচকদেরও।

জওয়ানে শাহরুখ খান-নয়নতারা ছাড়াও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। এতে অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

ঢাকা বিজনেস/এন



আরো পড়ুন