১৮ মে ২০২৪, শনিবার



সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একাদশ

ঢাকা বিজনেস ডেস্ক || ২০ জুন, ২০২৩, ০৭:০৬ পিএম
সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একাদশ


গিনির বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের চেনা রূপে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার (২০জুন) নিজেদের দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে সেলেসাওরা। যেখানে তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ সেনেগাল। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাত ১টায় লিসবনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 

ব্রাজিল প্রথম প্রীতি ম্যাচে গিনির বিপক্ষে ৪-১ গোলের জয় পায়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়ার পর ম্যাচটি ছিল ব্রাজিল প্রথম জয়। গিনির বিপক্ষে ম্যাচের দিন তিন পরই আবারও আফ্রিকান প্রতিপক্ষ পাচ্ছে ব্রাজিল। বার্সেলোনার পর লিসবনে এবার সেলেসাওদের পরীক্ষার নাম সাদিও মানের সেনেগাল।

তবে এ ম্যাচে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন থেকে বঞ্চিত হতে পারেন দর্শকরা। হাঁটুর ইনজুরিতে সোমবার অনুশীলন মিস করেছেন ব্রাজিলিয়ান নাম্বার ইলাভেন রদ্রিগো। শেষ পর্যন্ত রিয়াল তারকা ফিট না হলে তার জায়গা নিতে পারেন ২৬ বছর বয়সি জেনিথ সেন্ট পিটার্সবার্গ উইঙ্গার ম্যালকম।

ব্রাজিলের অন্তর্বর্তী কোচ র‍্যামন মেনেজেস বলেন, জানতাম অবধারিতভাবে প্রশ্নটা আসবে। কিন্তু আমি আমার দল নিয়ে মনযোগি। আসলে এ নিয়ে কথা বলার আমি কেউ নই। সিবিএফ প্রেসিডেন্টই ভালো বলতে পারবে। আপাতত খেলাটা খেলতে দিন।

ব্রাজিল মিডফিল্ডার লুকাস পাকেতা বলেন, নতুন কোচের ইস্যুটি দলে কোন প্রভাব ফেলছে না। এটা সত্যি সম্ভাব্য কোচ নিয়ে নিজেদের মধ্যে কথা হয়। তবে নিজেদের কাজের ব্যাপারে আমরা সচেতন।

সবশেষ ২০১৯ সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সেনেগাল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল সেবারের প্রীতি ম্যাচ।

 ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: এদারসন

ডিফেন্ডার: ভ্যানডারসন, এদের মিলিতাও, মারকুইনহোস, আয়ারটন লুকাস।

মিডফিল্ডার: জোয়েলিনটন, ক্যাসেমিরো, রাফায়েল ভেইগা।

ফরোয়ার্ড: রদ্রিগো, রিচার্লিসন, ভিনিসিউস জুনিয়র।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন