২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ৮৩৬

স্টাফ রিপোর্টার || ০৯ জুলাই, ২০২৩, ০৫:৩৭ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ৮৩৬


সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন। এদের মধ্যে ঢাকায় ৫১৬ জন এবং ঢাকার বাইরে ৩২০ জন ভর্তি হয়েছেন। 

রোববার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭৫০ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ১ হাজার ৯৬৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭৮২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ঢাকায় ৯ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ১৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

ঢাকা বিজনেস/এইচ




আরো পড়ুন