জুনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অস্থায়ী কোচ মেনেজেসের নেতৃত্বে ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
অস্ত্রপচার শেষে পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্রামে রয়েছেন নেইমার। ২৩ সদস্যের দলে রাফিনিয়া, অ্যান্তোতি, গ্যাব্রিয়েল জেসুসবিহীন সেলেসাওদের এ স্কোয়াডে জায়গা পেয়েছে ৭ নতুন মুখ ।
ব্রাজিল স্কোয়াড:
রক্ষণভাগ: ইভানেজ, এদের মিলিতাও, মারকুইনোস, নিনো, দানিলো, ভ্যান্ডারসন, অ্যালেক্স তেলেস, আইরতন লুকাস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন।
আক্রণভাগ: লুকাস পাকেতা, ম্যালকম, পেদ্রো, রাফায়েল ভেইগা, রিচার্লিসন, রদ্রিগো, রনি ও ভিনিসিউস জুনিয়র।
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভেরটন।
ঢাকা বিজনেস/এমএ