২৬ জুন ২০২৪, বুধবার



তামিমের অবসর নিয়ে যে বার্তা দিলেন সাকিব

ক্রীড়া ডেস্ক || ০৭ জুলাই, ২০২৩, ১২:০৭ পিএম
তামিমের অবসর নিয়ে যে বার্তা দিলেন সাকিব


একটা সময় বাংলাদেশ দলে যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না, তখন কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবালই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন তিনি।

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে অনেকেই এসেছেন কিন্তু ঢাল হয়ে দলের ভরসা ছিলেন তামিম। তবে এ তারকাই চরম অভিমানে বৃহস্পতিবার অবসরের ঘোষণা দেন। 

তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার অনেক সতীর্থ। মাশরাফি থেকে মুশফিক, মাহমুদউল্লাহ সবাই তামিম ইস্যুতে কথা বলেছেন। অবশেষে প্রিয় সতীর্থকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। 

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তামিমের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে পোস্ট করেন সাকিব। ইংরেজি ও বাংলায় সাকিব তার স্ট্যাটাসে লেখেন, ‌‌‘‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথচলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন ও লক্ষ্যগুলো একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’’

তিনি লেখেন, ‘‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ ও আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’’

‘‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির ওপর নির্ভর করেছিলাম, আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান ও রেকর্ডগুলো নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব, তখন তোমার আগুন আমাদের সবার ভেতরে জ্বলবে।’’

সর্বশেষ তিনি লেখেন, ‘‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলো উপভোগ করো।’’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন