১৮ মে ২০২৪, শনিবার



হিলিতে চলছে ট্রাক্টর-ভটভটির দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ৩১ ডিসেম্বর, ২০২২, ১১:৪২ পিএম
হিলিতে চলছে ট্রাক্টর-ভটভটির দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা


দিনাজপুরের হিলিতে দাফিয়ে বেড়াচ্ছে ‘অবৈধ’ যানবাহন মেসি ট্রাক্টর ও ভটভটি। স্থানীয়দের অভিযোগ,  এসব মেসি ট্রাক্টর-ভটভটি চলছে বেপরোয়াভাবে। ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। একইসঙ্গে উপজেলা সদরসহ গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া, এসব যানবাহনের বিকট শব্দে অতিষ্ঠ হয়েছে উঠেছে সাধারণ মানুষ।

হিলি পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের তারিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেসি ট্রাক্টরগুলো মাটি, বালু, ইট টানছে। ওপরে কোনো ঢাকনা না থাকায় মাটি ও বালু উড়ে এসে পথচারীর চোখে পড়ছে। এতে পথচারীদের চোখের সমস্যা হচ্ছে।’

ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল হক বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক চালকদের দিয়ে মালিকেরা মেসি ট্রাক্টর ও ভটভটিগুলো চালান। অপ্রাপ্ত লাইসেন্সবিহীন চালক দিয়ে মালিকেরা ট্রাক্টর চালানোয় প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।’



বোয়ালদাড় গ্রামের আব্দুল কুদ্দুস বলেন, ‘ট্রাক্টর দিয়ে জমি থেকে মাটিখেকোরা মাটি কেটে এক জয়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এতে গ্রামীণ সড়কের ক্ষতি হচ্ছে। সৃষ্টি হচ্ছে গর্তের। বর্ষার সময় এই সড়কগুলো দিয়ে চলাচল করা বিপজ্জনক হয়ে পড়বে।

হাকিমপুর পৌর এলাকার এনামুল হক বলেন, ‘শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি, নছিমন, করিমনে এক হাট থেকে অন্য গরু নিয়ে আনা-নেওয়া করা হচ্ছে। এসব শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের কোনো রুট পারমিট নেই। অদক্ষ

চালকদের দিয়ে চালানো হচ্ছে ফিটনেসবিহীন নছিমন-করিমন-ভটভটি। নিয়ন্ত্রন না থাকায় মাঝেমধ্যে এসব যানবাহন উল্টে যায়। ঘটে দুর্ঘটনা।’

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সায়েম মিয়া ঢাকা বিজনেসকে বলেন, এসব অবৈধ যানবাহনের মালিককে সতর্ক করা হয়েছে। কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন