১৮ মে ২০২৪, শনিবার



পাম তেল রপ্তানির লাগাম টানছে ইন্দোনেশিয়া

ঢাকা বিজনেস ডেস্ক || ৩০ ডিসেম্বর, ২০২২, ০৮:৪২ পিএম
পাম তেল রপ্তানির লাগাম টানছে ইন্দোনেশিয়া


পাম তেল রপ্তানির লাগছে টানছে ইন্দোনেশিয়া। দেশটির ব্যবসায়ীরা বর্তমানে দেশে যে পরিমাণ পাম তেল বিক্রি করছেন,নতুন বছরে তার পরিমাণ কমে আসছে। শুক্রবার (৩০ ডিসেম্বর)  মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার  এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগে ব্যবসায়ীরা দেশে ১ মেট্রিক টন পাম তেল বিক্রি করলে, রপ্তানি করতে পারতেন ৮ মেট্রিক টন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীরা দেশে ১ মেট্রিক টন পাম তেল বিক্রি করলে রপ্তানি করতে পারবেন ৬ মেট্রিক টন।

ইন্দোনেশিয়ার মেরিটাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের কর্মকর্তা সেপ্তিয়ান হারিও সেতিও বলেছেন, ‘অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চি করতে বছরের প্রথম চার মাসের সরবরাহ ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সেতিও আরও জানান, অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, ভোজ্য তেলের সরবরাহ ও দাম বিবেচনা করে পর্যায়ক্রমে রপ্তানির পরিমাণ বাড়ানো হবে।

এর আগে এ বছরের শুরুতে ইন্দোনেশিয়া তেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। দেশটিতে ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন