২৮ জুন ২০২৪, শুক্রবার



একাই ৪ গোল করে নাসরকে জেতালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৩২ পিএম
একাই ৪ গোল করে নাসরকে জেতালেন রোনালদো


কাতার বিশ্বকাপের পর পরই ইউরোপিয়ান ক্লাব ছেড়ে সৌদির আল-নাসরে যোগ দেওয়ার পর এবার প্রথমই আপন শক্তিতে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার রাতে আল-ওয়েহদার বিপক্ষে পর্তুগিজ তারকা করেছেন ৪ গোল।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রোনালদো ম্যাজিকে ৪-০ গোলের জয় পেয়েছে আল-নাসর।

দিন কয়েক আগে ৩৮ বছর বয়সে পা রাখলেও এখনো দমে যাননি রোনালদো। সে বার্তা যেন আল-ওয়েহদার বিপক্ষে ম্যাচে আরও একবার বিশ্বকে জানিয়ে দিলেন পর্তুগিজ এ মহাতারকা।

স্পোর্টিং সিপি, ম্যানইউ, রিয়াল, য়্যুভেন্তাস ও আল-নাসরের হয়ে সব পেশাদার লিগ প্রতিযোগিতায় তার গোলসংখ্যা এখন ৫০৩। বিশ্বের পঞ্চম ফুটবলার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এ ক্লাবে নিজেদের নাম লিখিয়েছেন পেলে (৬০৪), রোমারিও (৫৪৪), জোসেফ বিকান (৫১৮) ও পুসকাস (৫১৪)।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন