২৬ জুন ২০২৪, বুধবার



ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫

ফরিদপুর সংবাদদাতা || ২৪ জুন, ২০২৩, ০১:০৬ পিএম
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫


ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কার পর আগুন লেগে অন্তত ৫ জন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। 

শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‌‘একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে সেটিতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি।’ 

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন