২৬ জুন ২০২৪, বুধবার



অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-ইফতারি তৈরির দায়ে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি || ০৯ এপ্রিল, ২০২৪, ০৩:০৪ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি-ইফতারি তৈরির দায়ে জরিমানা


চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, ইফতার ও খাদ্যপণ্য তৈরি, মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি এবং দইয়ের ওজনে কারচুপি করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার ও ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাংসের দোকান, হোটেল, দই-মিষ্টি, ফল, মাছ, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এই জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স বিসমিল্লাহ হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি, ইফতার ও খাদ্যপণ্য তৈরি, মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রি ও দইয়ের ওজনে কারচুপি করার দায়ে প্রতিষ্ঠানটির মালিক আবু জাফরকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা, মেসার্স শান্তি হোটেলের মালিক সোহেল রানাকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্ সময়ে ফলের দোকান, মাংসের দোকান, মাছসহ অন্যান্য প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। মাংসের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ব্যাপারে সতর্ক করা হয়। মাছ বাজারের ত্রুটিপূর্ণ দাড়িপাল্লা জব্দ করে নষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি টিম।


 



আরো পড়ুন