২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ হবে সৌদি আরবে

ক্রীড়া ডেস্ক || ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০২ পিএম
ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপ হবে সৌদি আরবে


চলতি বছরের ১২ ডিসেম্বর ফিফা ক্লাব বিশ্বকাপের আসর বসছে সৌদি আরব। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা গত মঙ্গলবার বিষয়টি জানায়। ফিফা কাউন্সিলের ভোটে সর্বসম্মতিক্রমে আসরটি আয়োজনের জন্য সৌদি আরবকে বেছে নেওয়া হয়। 

ক্লাব বিশ্বকাপে আয়োজকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল। তিনি বলেন, ‘বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাবগুলোকে স্বাগত জানানোর সুযোগ দিয়ে আমাদের সম্মানিত করা হয়েছে।’

এদিকে, প্রতিযোগিতায় অংশ নেবে ৬টি মহাদেশীয় চ্যাম্পিয়ন এবং স্বাগতিক দেশের শীর্ষ লিগের চ্যাম্পিয়ন দল। আগামী ১২ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টটির ফাইনাল হবে ২২ ডিসেম্বর। চলতি ফেব্রুয়ারির শুরুতেই ২০২৭ এশিয়ান কাপ আয়োজনের জন্য নির্বাচিত হয় দেশটি।

প্রসঙ্গত, ২০০০ সাল থেকে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করে ফিফা। এই টুর্নামেন্টে ষষ্ঠ দেশ হিসেবে আয়োজকের দায়িত্ব পেল সৌদি আরব। এই টুর্নামেন্টের পরবর্তী আসর আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ শুরু হবে। যেখানে ৬টি মহাদেশের ৩২টি ক্লাব চ্যাম্পিয়নদের নিয়ে টুর্নামেন্ট শুরু হবে।

২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে প্রথম চমকে দিয়েছিল সৌদি আরব। এরপর পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজেদের ঘরোয়া লিগে টেনে চমক দেখায় দেশটি। তাতে যেন এশিয়ান ফুটবলে নবজাগরণের সূচনা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন