২৬ জুন ২০২৪, বুধবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান

স্টাফ রিপোর্টার || ৩০ মে, ২০২৩, ০৮:০৫ পিএম
ব্র্যাক ব্যাংকের নতুন চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান


ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নমিনেটেড ডিরেক্টর মেহেরিয়ার এম. হাসান ব্যাংকের। মঙ্গলবার(৩০ মে ) ব্র্যাক ব্যংকের এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেরিয়ার ২০২০ সালের নভেম্বরে ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে নমিনেটেড ডিরেক্টর হিসেবে যোগদান করেন। ব্যাংকিং খাতে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মেহেরিয়ার এম. হাসান বিশ্বের বৃহত্তম কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহককেন্দ্রিক বিজনেস মডেল তৈরি করতে সফলভাবে ডিজিটাল বিতরণ চ্যানেল তৈরি করেছেন।

 বিশেষ করে, ওয়েলস ফার্গোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি ব্যাংকটির ডিজিটাল রূপান্তর যাত্রার ও ডিজিটাল সেলস ও সার্ভিস চ্যানেলের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। 

উল্লেখ্য, হাসান  পরিচালনা পর্ষদের পাশাপাশি বিকাশ-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন