২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



যে কারণে ঝাল কমছে কাঁচামরিচের

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২৮ মে, ২০২৪, ০৮:৩৫ এএম
যে কারণে ঝাল কমছে কাঁচামরিচের


দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। একসপ্তাহ আগে মঙ্গলবার (২১ মে) প্রতিকেজি কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হয়েছে। আর মঙ্গলবার (২৮ মে) বিক্রি হচ্ছে খুচরা বাজারে ১২০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, কিছুদিন ধরে হিলিতে কাঁচামরিচের বাজার অস্থির হয়ে ওঠে। দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর পর দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, বেশি কিছুদিন ধরে প্রচণ্ড রোদের কারণে কাঁচামরিচ উৎপাদন কমে যায়। তাই বাজারে সরবরাহ কম ছিল। বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হয়েছে। এখন ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। তাই দাম কমে এসেছে। 

মঙ্গলবার (২৮ মে) কথা হয় কাঁচামরিচ কিনতে আসা দক্ষিণবাসুদেবপুর গ্রামের মো. কামাল হোসেনের সঙ্গে । তিনি বলেন, ‘এখন কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। ১৬০ কেজি দরের কাঁচামরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আরও একটু দাম কমলে সাধারণ মানুষদের জন্য ভালো হতো।’ 

আরেক ক্রেতা মো. আব্দুল বাকী বলেন, ‘অন্যান্য পণ্যের মতো কাঁচামরিচও একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। কিছুদিন আগে যেভাবে দাম বেড়েছে, তাতে তো অনেকে কাঁচামরিচ কেনা কমে দিয়েছিলেন। যার দরকার ছিল ২৫০ গ্রাম, তিনি কিনতেন ১০০ গ্রাম।’ 

আব্দুল বাকী আরও বলেন, ‘তবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর পর দাম ১২০ টাকায় নেমে এসেছে। যা এক সপ্তাহ আগে ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।’   

কাঁচামরিচ বিক্রেতা মো. মোকারম হোসেন বলেন, ‘ভারতীয় কাঁচামরিচ বাজারে আসায় দাম কমে এসছে। না হলে দেশি কাঁচামরিচ বেশি দামেই কিনতে হতো। এখন আমরা ভারতীয় কাঁচামরিচ ১০০ থেকে ১১০ টাকা পাইকারি কিনে ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

হিলি স্থলবন্দর উদ্ভিদসংগ নিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো. ইউসুফ আলী ঢাকা বিজনেসকে বলেন, ‘গত  বছরের ২৩ নভেম্বর হিলিবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়। এরপর ৬ মাস কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।’ তিনি বলেন, ‘হিলিবন্দরের কয়েক জন আমদানিকারক কাঁচামরিচ আমদানির অনুমতি চেয়ে কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। কৃষি মন্ত্রণালয় এই পর্যন্ত হিলিবন্দরের ৮ জন আমদানিকারককে ৩ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর গেলো বৃহস্পতিবার (২৩ মে ) থেকে হিলিবন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে।’ 

পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘অনুমতি পাওয়ার পর প্রতিদিনই হিলিবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে।’

/ঢাকা বিজনেস/



আরো পড়ুন