২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || ১৫ মে, ২০২৩, ০৩:৩৯ পিএম
ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু


ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়েছে। গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন  আরও ৩০ জন । এ ঘটনায়  ২ জনকে আটক করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং ৪ জন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেন, এই চক্রের বাকি সদস্যদের ধরতে তল্লাশি চলছে।

এদিকে মদপানে মৃত ব্যক্তিদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। একই সঙ্গে যারা চিকিৎসাধীন, তাদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন