ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন হাটগুলোর বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক দিক তদারকিতে ৭ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) ডিএসসিসি সচিব আকরামুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আকরামুজ্জামান বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিভুক্ত এলাকায় করপোরেশন কর্তৃক ইজারাকৃত কোরবানির পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ আনুষঙ্গিক বিষয়াদি সরেজমিনে তদারকির জন্য ৭ সদস্যে কমিটি গঠন করা হয়েছে।’
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য সচিব এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়াও অন্য পাঁচ সদস্যর মধ্যে রয়েছে প্রধান প্রকৌশলী, পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
ঢাকা বিজনেস/এইচ