২৯ জুন ২০২৪, শনিবার



পেরুর স্বর্ণ খনিতে আগুন লেগে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || ০৮ মে, ২০২৩, ১১:০৫ এএম
পেরুর স্বর্ণ খনিতে আগুন লেগে ২৭ জনের মৃত্যু


পেরুতে স্বর্ণের খনিতে আগুন লেগে অন্তত ২৭ জন মারা গেছেন। দেশটির দক্ষিণাঞ্চল আরেকুইপার একটি ছোট খনিতে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

খনি কোম্পানি ইয়ানাকুইহুয়া জানায়, ১৭৫ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। 

কর্মকর্তারা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ১০০ মিটার নিচে কাজ করছিলেন।

স্থানীয় গণমাধ্যমের ছবিতে পাহাড়ের দিক থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা গেছে। পেরুর সংবাদভিত্তিক ওয়েবসাইট আরপিপি.পিই’র তথ্যমতে, লা এস্পেরানজা সোনার খনির কাঠের টানেলের মধ্যে আগুন জ্বলে উঠেছিল, সেখানে অনেকাংশ তেলে ভেজা ছিল।

এ ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্ত হচ্ছে জানিয়ে ইয়ানাকুইহুয়ার পক্ষ থেকে বলা হয়, এই অত্যন্ত দুঃখজনক সময়ে আমরা শোকাহত এবং উদ্ধারকৃত খনি শ্রমিকদের সহায়তাকে অগ্রাধিকার দিচ্ছি।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন