২৬ জুন ২০২৪, বুধবার



ব্রিজ ভেঙে লরি-প্রাইভেটকার নদীতে, আহত ৪

ময়মনসিংহ সংবাদদাতা || ২৬ এপ্রিল, ২০২৩, ১১:০৪ পিএম
ব্রিজ ভেঙে লরি-প্রাইভেটকার নদীতে, আহত ৪


প্রায় ১২০ টন ওজনের বৈদ্যুতিক ট্রান্সফরমারবাহী লরির ভার বহন করতে না পেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেঘাটে খিরু নদীর ওপর বেইলি ব্রিজ ভেঙে গেছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হাফেজ মাওলনা রুহুল আমিন মাদানী এমপি, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, সড়ক বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন।  

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌‘ঢাকা থেকে ময়মনসিংহগামী চার লেনের সড়কের দুই লেনে লোহার ব্রিজে একটি ৪২ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে জামালপুর যাচ্ছিল। এসময় ওই ট্রান্সফরমার বহনকারী লরিটি ব্রিজে উঠলে ধসে পড়ে। এসময় ব্রিজে একটি প্রাইভেটকার ছিল, সেটিও নিচে পড়ে যায়।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহার সেতুটি ধসে পড়ার পর থেকে ময়মনসিংহগামী যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, সহকারী কমিশিনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ও ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালামের সহয়তায় দুই লেনেই যান চলাচল শুরু করে। এ রির্পোট লেখা পর্যন্ত থেমে থেমে যান চলাচল অব্যাহত রয়েছে।’

ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম বলেন, ‘লোহার সেতুতে বড় একটি লড়ি উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় লরিসহ একটি প্রাইভেটকার খিরু নদীতে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করেছেন।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিক্যাল অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আহত ৪ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন এখানেই চিকিৎসা নিচ্ছেন।’

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, থানা পুলিশ উদ্ধার কার্যক্রমের পাশাপাশি যানজট নিরসনে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মো. জুয়েল আহমেদ বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুটি রাস্তার একটি রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আরেকটি রাস্তা সচল রয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

উল্লেখ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার চেলেঘাট নামকস্থানে ১৯৯০ সালে খিরু নদীর ওপর নির্মাণ করা হয় ওই বেইলি ব্রিজটি।

নজরুল/এইচ



আরো পড়ুন