২৯ জুন ২০২৪, শনিবার



দর্শনা দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ টানা ৭ দিন

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি || ০৫ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ পিএম
দর্শনা দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ টানা ৭ দিন


টানা ৭ দিন বন্ধ থাকবে চুয়াডাঙ্গা দর্শনা বন্দরের আমদানি-রপ্তানি। ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত। তবে এই এসময় দর্শনা জয়নগর চেকপোস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

দর্শনা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, আগামী সোমবার (৮ এপ্রিল) থেকে দর্শনা স্থল ও রেলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ হয়ে যাবে। ঈদের আগে ও পরে মোট ৭ দিন বন্ধ থাকবে বন্দরের নিয়মিত কার্যক্রম। ছুটি শেষে সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় আমদানি ও রপ্তানি শুরু হবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঈদ, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ৭ দিন দর্শনা রেল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির পর ১৫ এপ্রিল সকাল থেকে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারত এ দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য পুরোদমে চালু হবে। এছাড়া আসন্ন ঈদুল ফিতরে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা, শিডিউল বিপর্যয় নিরসনে এবং এই সময় ভারতগামী যাত্রীদের খুব একটা চাপ না থাকায় ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী আন্তর্জান্তিক মৈত্রী এক্সপ্রেস ট্রেন আগামী ৭ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মোট ১১দিন বন্ধ রাখার যৌথ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত রেলওয়ে।

চুয়াডাঙ্গা দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আতিকুর রহমান জানান, ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দর্শনা বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও দর্শনা জয়নগর চেকপোস্টে ঈদের দিনসহ  বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।




আরো পড়ুন