২৬ জুন ২০২৪, বুধবার



লাইফ স্টাইল
প্রিন্ট

বর্ষায় মেকআপ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৭ জুন, ২০২৩, ১২:০৬ পিএম
বর্ষায় মেকআপ


বর্ষায় বাতাসে আদ্রতা থাকে বেশি, আর তাতেই বারোটা বাজতে পারে লিপ কালার বা মাশকারার। আবার হালকা বৃষ্টিতেও খেসারত দিতে হয় ভুল মেকআপের। চলুন আজকে জেনে নেওয়া যাক বর্ষারোধী মেকআপের উপায়। 

ক্রিম বেইজড 

ক্রিম বেইজড পণ্য ব্যবহার করে থাকলে বর্ষা মৌসুমে এটি যথাসম্ভব কম ব্যবহার করতে হবে। আর যদি করতেই হয়, তবে এটিকে কোনো একটি ভালো পাউডার পণ্যের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। 

সেটিং পাউডার 

আদ্র মৌসুমে মেকআপের স্থায়িত্ব বাড়াতে কিছু সময় ব্যয় করতে পারেন সেটিং পাউডার ডাস্টিংয়ের কাজে। ভালো মানের পাউডারটি বেছে নিতে হবে। বড় ব্রাশ ব্যবহার করে কিছু পাউডার গলার দিকেও সমানভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে সেটা ভালো করে সিল হয়। এ সময় সিলেন্ট ব্যবহার করলেও অনেক নন-ওয়াটারপ্রুফ পণ্য ওয়াটারপ্রুফ হয়ে যায়। সেটিং পাউডার দেওয়ার পর চাইলে সেটিং স্প্রেও ব্যবহার করা যায়। এতে মেকআপ অনেকক্ষন টিকে থাকে। 

চোখে হালকা জেল 

চোখের চারপাশের ত্বক তৈরির জন্য হেভি ক্রিম বাদ দিয়ে হালকা ধরনের কোনো জেল ব্যবহার করা উচিত। 

বোল্ড লিপস্টিক 

আদ্র এই মৌসুমে যদি মেকআপ নিতেই না চান, তবে একটি বোল্ড ও উজ্জ্বল লিপস্টিকই আনতে পারে বড় পরিবর্তন। বর্ষায় ভারি লিপস্টিক ফোটেও বেশ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন