০১ জুলাই ২০২৪, সোমবার



দেশে ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

স্টাফ রিপোর্টার || ২৭ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
দেশে ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন


তীব্র তাপদাহের মধ্যে দেশে লবণ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। গত ৬২ বছরের মধ্যে চলতি মৌসুমে ১৮ লাখ ৩৯ হাজার টন লবণ উৎপাদনের রেকর্ড হয়েছে। গতকাল ১০ হাজার ৯৩০ টন লবণ উৎপাদনের মাধ্যমে এ রেকর্ড তৈরি হয়। 

বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরে লবণ উৎপাদন হয়েছিল ১৮ লাখ ৩২ হাজার টন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ২০ লাখ টনের বেশি লবণ উৎপাদনের আশা করা হচ্ছে। 

চলতি মৌসুমে মোট লবণ চাষের জমির পরিমাণ ৬৬ হাজার ৪২৪ একর। গত বছর ছিল ৬৩ হাজার ২৯১ একর। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বেড়েছে ৩ হাজার ১৩৩ একর। চলতি মৌসুমে লবণচাষির সংখ্যা ৩৯ হাজার ৪৬৭। গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। সে তুলনায় এ বছর চাষির সংখ্যা বেড়েছে ২ হাজার ২৩৬ জন। গত বছর চাষিদের সহযোগী হিসেবে (লবণশ্রমিক) মাঠে কাজ করেছিল ৮৭ হাজার জন। 

স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, লবণ উৎপাদনে পৃথিবীর ৯০টি দেশের মধ্যে ২৪তম বাংলাদেশ। তালিকার প্রথম দিকে আছে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, মেক্সিকো ও চিলি। চীন বছরে ৬ কোটি ৪০ লাখ টন, ভারত ৪ কোটি ৫০ লাখ, যুক্তরাষ্ট্র ৪ কোটি ২০ লাখ, অস্ট্রেলিয়া ১ কোটি ৩০ লাখ, কানাডা ১ কোটি ২০ লাখ টন লবণ উৎপাদন করে। 

বিসিকের তথ্যানুযায়ী, দেশের লবণ চাষের সবচেয়ে বড় ক্ষেত্র কক্সবাজার। এবার তাপদাহের কারণে দেশজুড়ে অস্বস্তি তৈরি হলেও কক্সবাজারে লবণ চাষে সুফল এসেছে। এ বছর জেলার ৬০ হাজার একরের বেশি মাঠে দৈনিক ৩৫ হাজার টন লবণ উৎপাদন হচ্ছে। সর্বশেষ গতকাল লবণ উৎপাদন রেকর্ড ছাড়িয়েছে। এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৩ লাখ ৮৫ হাজার টন। চলতি মৌসুমে (১৫ নভেম্বর থেকে ১৫ মে পর্যন্ত, পাঁচ মাস) কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, ঈদগাঁও, রামু ও বাঁশখালী উপজেলার ৬৬ হাজার ২৯১ একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। 

প্রসঙ্গত, ১৯৬১ সাল থেকে বিসিকের মাধ্যমেই দেশে পরিকল্পিতভাবে লবণ উৎপাদন কার্যক্রম শুরু হয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন