২৬ জুন ২০২৪, বুধবার



সন্ধ্যায় সাফ ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
সন্ধ্যায় সাফ ফাইনালে নেপালের মুখোমুখি বাংলাদেশ


অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতে জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। 

আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নেপালের মেয়েদের মুখোমুখি হচ্ছে শামসুন্নাহার জুনিয়রের নেতৃত্বে থাকা বাংলাদেশ দল। এদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস। 

ফাইনালের আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ভালো একটা ফাইনাল হবে। সুযোগ আসবে দুই দলের সামনেই। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই হাসবে শেষ হাসি।’

জাতীয় দলে খেলা দুই খেলোয়াড় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও গোলরক্ষক রূপনা চাকমা বাংলাদেশ দলকে সাহস জোগাচ্ছেন। গোটা টুর্নামেন্টে তাদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ করা গেছে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন