দেশের জনপ্রিয় খলনায়ক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা সাড়া ফেলেছিল। এবার সিনেমা হলে এসেছে ডিপজলের নতুন সিনেমা। শুক্রবার (৯ জুন) দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘যেমন জামাই তেমন বউ’ শিরোনামের সিনেমাটি।
মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল, আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।
মনতাজুর রহমান আকবর বললেন, ‘খুব ভালো আয়োজনে আমরা ছবিটা বানিয়েছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এ ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, তখনই দর্শক দেখেছে। আমার প্রত্যাশা- এবারও দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।' 'যেমন জামাই তেমন বউ' সিনেমাটি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল।
ঢাকা বিজনেস/এন/