২৬ জুন ২০২৪, বুধবার



ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক || ১৫ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ আফগানিস্তানের


ওয়ানডে বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-ইংল্যান্ড। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে ওপেনার গুরবাজ-জাদরানের ব্যাটে দারুণ সূচনা পায় আফগানিস্তান। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকলেও শেষ দিকে ইকরাম আলীখিলের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানিস্তন।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে আফগানিস্তান।

আফগানদের হয়ে সর্বোচ্চ ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন রহমানউল্লাহ গুরবাজ। ৫৭ বলে ৪ ছক্কার পাশাপাশি ৮ টি চার মেরেছেন তিনি। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে অর্ধশতকের দেখা পেয়েছেন ইকরাম আলিখিল।  

এদিন ইংলিশ বোলারদের তুলোধুনো করতে থাকেন গুরবাজ। অন্যপ্রান্তে ইব্রাহিম জাদরান রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকলেও গুরবাজ ক্রিস ওকসকে মেরে খেলছিলেন। তাতে ৩৩ বলেই অর্ধশতকে পৌঁছে যান তিনি।

আফগানিস্তানের দলীয় শতক পার হওয়ার কিছুক্ষণ পর আদিল রশিদের বলে জো রুটকে ক্যাচ দিয়ে ফেরেন জাদরান। ৪৮ বলে ২৮ রান করেন তিনি। এরপর রহমত শাহকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন রশিদ। বিধ্বংসী ইনিংস খেলে গুরবাজ ফেরেন রান আউট হয়ে। 

হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমারজাই এবং মোহাম্মদ নবি কেউই পেরোতে পারেননি ২০ রানের ঘর। শেষদিকে রশিদ খান ও মুজিব উর রহমানের ঝোড়ো ইনিংসে ২৫০ পেরোয় আফগানরা। ইকরাম আলখিলি ভালোভাবে সঙ্গ দিয়েছেন তাদের। ৫৮ রান করে আলখিলি ফেরার পর দ্রুত গুটিয়ে যায় আফগানদের ইনিংস। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন