২৬ জুন ২০২৪, বুধবার



ভোরে মাঠে নামবে ব্রাজিল, দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক || ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৯ পিএম
ভোরে মাঠে নামবে ব্রাজিল, দেখবেন যেভাবে


বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশনে শনিবার (৯ সেপ্টেম্বর) মাঠে নামবে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। বিশ্বকাপের সর্বশেষ আসরের হতাশা ভুলে ঘরের মাঠে নতুনভাবে শুরু করতে চান ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। 

ব্রাজিল-বলিভিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি লড়াইয়ে ফেবারিট ব্রাজিল। ব্রাজিলের বেলেমের এস্তাদিও এস্তাদুয়াল জার্নালিস্তায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা প্লাসে। 

এছাড়া ব্রাজিলের স্পোর্ট-টিভি, গ্লোবো, এরেনা স্পোর্টস ওয়ান চ্যানেল ও ফুবো টিভিতে দেখা যাবে। বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের সমর্থকরা ইউটিউব-ফেসবুক লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। মোবাইল অ্যাপ স্পটিফাই টিভি ও দেখা যাবে ম্যাচটি। 

ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সুখের খবর হলো নেইমারের অন্তর্ভুক্তি। এছাড়া গ্যাব্রিয়েল জেসুসকে দলে অন্তর্ভুক্তি করা হয়েছে রিচার্লিসনের জায়গায়। ভিনিসিয়ুস জুনিয়র ইনজুরির কারণে দলে অনুপস্থিত।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন