০২ জুন ২০২৪, রবিবার



হিলিতে তৈরি হচ্ছে ৩ কিলোমিটার ড্রেন!

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৩ ডিসেম্বর, ২০২২, ০৩:৪২ পিএম
হিলিতে তৈরি হচ্ছে ৩ কিলোমিটার ড্রেন!


দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভা এলাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকা। ড্রেন নির্মাণ কাজ শেষ হলে পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে মনে করছেন পৌরবাসীসহ সংশ্লিষ্টরা। এলাকাবাসী ও পৌরসভার মেয়র এর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

হাকিমপুর পৌর সভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আতাউর রহমান বলেন, ‌‘পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবছরই পৌর এলাকায় জলাবদ্ধার সৃষ্টি হয়। কাঁদা পানিতে একাকার হয়ে যায় সড়ক। দায় হয়ে পড়ে চলাচল। পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিলো ড্রেনেজ ব্যবস্থার। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে।’ 


চারমাথা মোড়ের হোটেল ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, ‘১৯৯৯ সালে হাকিমপুর পৌরসভা প্রতিষ্ঠা হলেও দীর্ঘ দিনেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠেনি। বর্ষার সময় সামান্য বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধার সৃষ্টি হয়। পথচারীসহ যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এবার পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ শুরু হয়েছে। আশা করছি আগামী বর্ষা মৌসুমে হয়তো আর জলবদ্ধতা থাকবে না। দুর্ভোগ কমবে পৌরবাসীর।’ 

হাকিমপুর পৌরসভার মেয়র মো. জামিল হোসেন চলন্ত ঢাকা বিজনেসকে বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় পৌরসভা এলাকার চারমাথা থেকে জালালপুর (ছোট তুলঙ্গীগঙ্গা) নদী পর্যন্ত ৩ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৫৪ লাখ টাকা। ড্রেনটি প্রস্তে আড়াই মিটার হবে।’


পৌর মেয়র আরও বলেন, ‘পরিকল্পিতভাবে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণ শেষ হলে পৌরবাসী জলাবদ্ধতা মুক্ত হবে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন