কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ খায়রুল আমিন (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত নয়টার দিকে ক্যাম্পের জি ব্লকের একটি ভাড়া বাসা থেকে তাকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। রবিবার (১৬ এপ্রিল) সকালে বিয়ষটি নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবক খায়রুল আমিন (২০) উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. কামালের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ছুরি জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমাদের কাছে খবর আসে, শনিবার রাতে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ ব্লকের একটি ভাড়াবাসায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ অপরাধ সংঘটনের পরিকল্পনা নিচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় এপিবিএন। এ সময় খায়রুল আমিনকে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও একটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি অস্ত্র মামলার রয়েছে । তার বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা বিজনেস/আনাম/এনই