২৬ জুন ২০২৪, বুধবার



হিলিবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ১৯ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
হিলিবন্দরে ৬ দিন বন্ধ আমদানি-রপ্তানি


ঈদ উপলক্ষে আজ (১৯ এপ্রিল) থেকে দিনাজপুরের হিলিবন্দর দিয়ে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তাানি কার্যক্রম। 

 ঢাকা বিজনেসকে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। 

মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে আগামী সোববার (২৪ এপ্রিল) পর্যন্ত টানা ৬ দিন হিলি বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।’ 

এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’ 

বুলু/এইচ



আরো পড়ুন