১৮ মে ২০২৪, শনিবার



কক্সবাজারে ৫ পর্যটক ছিনতাইয়ের শিকার: ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || ৩০ ডিসেম্বর, ২০২৩, ০২:১২ পিএম
কক্সবাজারে ৫ পর্যটক ছিনতাইয়ের শিকার: ৩ রোহিঙ্গা গ্রেপ্তার


কক্সবাজারে অস্ত্রের মুখে ৫ পর্যটকের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা। এ ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯  ডিসেম্বর) ভোরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের পাশে সমুদ্রসৈকতের ছাতা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতার রোহিঙ্গারা হলেন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ ওসমানের ছেলে নুর কামাল (১৯), কবির মিয়ার ছেলে নুরুল ইসলাম (১৮) এবং বশির আহমেদ এর ছেলে মো.ফারুক (১৭)।

ছিনতাইয়ের শিকার পর্যটকরা হলেন কুমিল্লার আসিফ মিয়া (২২), সায়মন (১৮),  সুমন (২০), মো. হৃদয় (২০) ও ইয়াছিন (৩৩)।

ভুক্তভোগী আসিফ বলেন, ‘আমরা বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে বাসে উঠে ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজারে নামি। এরপর সৈকতের লাবনী পয়েন্টে যাই।  ওই সময় ৫-৬ জন অস্ত্রধারী আমাদের ঘিরে ধরে। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ভয় দেখিয়ে মুঠোফোন ও নগদটাকাসহ সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয়।’ তিনি বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ট্যুরিস্ট পুলিশের নম্বরে কল করি। তারা আসেন। তবে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সৈকতের ছাতা মার্কেট এলাকার সিসিটিভি ফুটেজেও ছিনতাইয়ের এমন দৃশ্য দেখা যায়।’

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছিল। নানা প্রচেষ্টায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা ঘটনায় জড়িত। ভুক্তভোগীরা তাদের চিহ্নিত করেছেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাকিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ঢাকা বিজনেস/আনাম/



আরো পড়ুন