০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



কে হবে ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১৩ বিজয়ী

বিনোদন ডেস্ক || ০২ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ এএম
কে হবে ‘ইন্ডিয়ান আইডল’ সিজন ১৩ বিজয়ী


ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১৩’ জমে উঠেছে। রবিবার (২ এপ্রিল) এই আসরের ফাইনাল পর্ব প্রচার হবে। পুরো ভারত থেকে অংশ নেওয়া হাজার হাজার প্রতিযোগীকে টপকে চূড়ান্ত পর্বে আছেন ৬ প্রতিযোগী- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।

ফাইনাল পর্বেও বিচারক হিসেবে থাকছেন সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন সোনালি বেন্দ্রে, গীতা কাপুর ও টেরেন্স লুইস। 

উপস্থাপনায় আদিত্য নারায়ণের সঙ্গে যোগ দিয়েছেন ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং। ইতোমধ্যে, ফাইনাল পর্বের প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানেই ঝলক দেখা গেছে প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জমকালো অংশগ্রহণের। তবে দর্শকের মনে কৌতূহল, ছয় প্রতিযোগীর মধ্যে শেষ হাসি কে হাসবে?

আগের বিভিন্ন পারফরম্যান্সের সাড়া অনুসারে ঋষি সিং, শিবম সিং ও বিদীপ্তার সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। এবারের ইন্ডিয়ান আইডল কে হবেন, তা জানার অপেক্ষায় কাটাতে হবে আরও কয়েক ঘণ্টা।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন