০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি || ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:৩৯ এএম
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ


কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে শাহপরীরদ্বীপ এলাকার কেওড়া বাগান থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এসব তথ্য নিশ্চিত করেছেন। 

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার (১০ সেপ্টেম্বর) শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালানো হয়। এদিন ভোরে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা নিয়ে দুই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে জালিয়াপাড়া স্কুলের পাশে কেওড়া বাগানের দিকে আসার চেষ্টা করে। বিজিবির টহল দলকে দেখে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগসহ নাফ নদীতে লাফ দেয়। বিজিবি তাদের ধাওয়া করলে তারা ব্যাগটি ফেলে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

ঢাকা বিজনেস/আনাম/এন



আরো পড়ুন