২৬ জুন ২০২৪, বুধবার



চঞ্চলের ব্যবহারে মুগ্ধ মিনু

বিনোদন ডেস্ক || ০১ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ এএম
চঞ্চলের ব্যবহারে মুগ্ধ মিনু


দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সম্প্রতি একটি গানের অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হয় বাংলাদেশের আরেক জনপ্রিয় সংগীতশল্পী আলম আরা মিনুর। দেখা হওয়ার পরই আড্ডায় মেতে উঠেন এ দুই তারকা।

মিনু বলেন, ‘চঞ্চল চৌধুরী অভিনীত বেশ কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখার সুযোগ হয়েছে আমার। কী চমৎকার হাস্যোজ্জ্বল আর বিনয়ী একজন মানুষ! আমার সঙ্গে নিজে থেকেই আগ্রহ নিয়ে কথা বলেছেন, ছবি তুলেছেন। আমাকে যে সম্মান দেখিয়েছেন-এটাইতো শিল্পী হিসেবে আমরা আশা করি। সত্যিই, চঞ্চলের ব্যবহারে আমি মুগ্ধ। সেইসাথে তার জন্য অনেক অনেক শুভ কামনা। আগামীতেও চঞ্চল আমাদেরকে আরো ভালো ভালো গল্পের সিনেমা উপহার দেবেন।’

দেশের গণ্ডি পেরিয়ে চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তার রেশ চলেছে পাশের দেশ ভারতেও। কলকাতার কয়েকটি সিনেমায় অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। সর্বশেষ নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করছেন।

প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমা ‘পদাতিক’। এ সিনেমার পোস্টার দেখে চঞ্চলের প্রশংসাও করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।

এদিকে চঞ্চল চৌধুরী আগামী ঈদের জন্য একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন