২৯ জুন ২০২৪, শনিবার



হোয়াইটওয়াশ ঠেকাতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ৩১ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
হোয়াইটওয়াশ ঠেকাতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর আগে টস জিতে টাইগার অধিনায়ক সাকিব ব্যাটিং নিয়েছিলেন। ১৯ ওভার ২ বল খেলে মাত্র ১২৪ রান করেই সব উইকেট হারায় বাংলাদেশ। এতে আইরিশদের সামনে জেতার চ্যালেঞ্জ দাঁড়ায় মাত্র ১২৫ রানের। লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমেছে সফরকারীরা। এক প্রকার চাপহীন খেলছেন তারা।  

প্রথম ইনিংসের পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। তারপর একের পর এক উইকেট পতনের হিড়িক পড়ে বাংলাদেশ শিবিরে। বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেছেন শামীম হোসেন। তিনি ৪২ বলে ৫১ রান করেন। আর সবাই ১৫ রানও টপকাতে পারেননি। সাকিব করেছেন ৬ বলে ৬ রান। লিটন ৪ বলে ৫, রনি ১০ বলে ১৪ রান।   

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুটি পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ দলে। লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হয়েছে। তাকে জায়গা করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলামও, মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন তিনি। 

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ 

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন