২৬ জুন ২০২৪, বুধবার



ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ সরিয়ে নিতে মাইকিং

তাফহীমুল আনাম, কক্সবাজার || ১৩ মে, ২০২৩, ০৯:০৫ পিএম
ঝুঁকিপূর্ণ পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ সরিয়ে নিতে মাইকিং


ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজার শহর, উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা শিবির পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এ জন্য পাহাড়ের পাদদেশ বা চূড়ায় ঝুঁকিপূর্ণ আবাস গড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়ে মাইকিং করছে কক্সবাজার জেলা প্রশাসন। স্বেচ্ছায় না সরলে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।  শনিবার (১৩ মে) সন্ধ্যায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা এই তথ্য জানান।

সমীর রঞ্জন সাহা বলেন, ‘শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়। বিশেষ করে শহরে পাহাড়বেষ্টিত পাহাড়তলী, লাইট হাউস পাড়া, ঘোনা পাড়া, বাদশা ঘোনা, কবরস্থান পাড়া, সাহিত্যিকা পল্লী, সার্কিট হাউস পাড় এলাকায় ঝুঁকিতে থাকাদের নিরাপদে সরতে বলা হয়। নিজেরা সরে না আসলে আইন প্রয়োগে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘শুধু কক্সবাজার শহরে নয়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের যেসব এলাকা ঝুঁকিতে রয়েছে, সে-সব স্থানেও মাইকিং করা হয়েছে।’

এদিকে মাইকিং করে সতর্ক করা হয়েছে রোহিঙ্গা শিবিরগুলোয়ও। এ বিষয়ে ৮-এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার কারণে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।  তাই ক্যাম্পের বাসিন্দাদের মাইকিং করে সতর্ক থাকতে বলা হয়েছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়েছে।  

কক্সবাজার জেলা প্রশাসক প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘সম্ভাব্য পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে পৌরসভার ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী সহস্রাধিক পরিবারকে চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে মাইকিং করে তাদের সরে যেতে বলা হয়েছে। এরপরও যদি সরে  না যায়, বৃষ্টিপাতের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘তাদের নিরাপদ আশ্রয়ে রাখার জন্য প্রতিটি এলাকায় পর্যাপ্ত শেল্টারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় গত কয়েকদিন পরিদর্শন করে সচেতনতা সৃষ্টি করা হয়। মানুষের প্রাণহানি যেন না ঘটে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন ।’

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন