১৮ মে ২০২৪, শনিবার



আইরিশ শিবিরে সাকিবের ৫ আঘাত!

ক্রীড়া ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ০৫:০৩ পিএম
আইরিশ শিবিরে সাকিবের ৫ আঘাত!


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে সব ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটে নেমেছে আইরিশরা। পর পর ২ ওভারে ২ উইকেট হারিয়েছে তারা। প্রথম বলেই আইরিশ অধিনায়ককে থামিয়ে দেন তাসকিন। তারপর দ্বিতীয় ওভারের প্রথম বলেই আরেক উইকেট শিকার করেন টাইগার অধিনায়ক সাকিব। এরপর আরও ৪ উইকেট নেন এই বিশ্ব অলরাউন্ডার।    

প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারী আয়ারল্যান্ড ৬ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪৩ রান। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন সাকিব একাই এবং ১ উইকেট নিয়েছেন তাসকিন। 

এদিকে, প্রথম ম্যাচে ২২ রানে জেতার পর সাকিব আল হাসান বলেছিলেন, ‘নিজেদের ইচ্ছে অনুযায়ী  আক্রমণাত্মক  ক্রিকেট খেলতে পেরেছে দল।  আমরা এটাই চাই। এক বা দুইজনের পক্ষে সবসময় অবদান রাখা কঠিন। এই ধরনের অলরাউন্ড পারফরমেন্স চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই উইকেট কতটা কাজে আসবে, কিন্তু আমরা শুরু থেকে ইতিবাচক থাকার চেষ্টা করি।’

এদিকে, সিরিজে ঘুড়ে দাঁড়িয়ে টিকে থাকার ব্যাপারে আশাবাদি আয়ারল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক পল স্টার্লিং।

ঢাকা বিজনেস/এম 



আরো পড়ুন