২৬ জুন ২০২৪, বুধবার



বাংলাদেশ-ভারতের গোলশূন্য ড্র

ক্রীড়া ডেস্ক || ০৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ এএম
বাংলাদেশ-ভারতের গোলশূন্য ড্র


সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের নারী ফুটবলাররা। এদিকে, নিজেদের প্রথম ম্যাচে দুর্বল ভুটানকে ১২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। অদম্য দুই দলই আজ (৫ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই থামতে হয়েছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ১ পয়েন্ট ভাগাভাগি করেছে।

ম্যাচের শুরুতে প্রথম শক্ত আক্রমণ করে ভারত। খেলার সপ্তম মিনিটে ভারতের স্ট্রাইকার সুমতি কুমার খালি জায়াগায় বল পেয়ে যান। এই স্ট্রাইকারের শট ঠেকিয়ে দেন বাঘিনী রুপনা চাকমা। এর ৭ মিনিট পরে কাউন্টার অ্যাটাকে আবারও আক্রমণে ওঠে ভারত। এবারও রুপনার দৃঢ়তায় হতাশ হতে হয় ভারতীয়দের।

এর চার মিনিট পরে স্বপ্না দেবির পা ধরে ভালো আক্রমণ করে বাংলাদেশও। তবে স্বপ্নার ক্রস কাজে লাগাতে ব্যর্থ হন রিপা। বাংলাদেশের আক্রমণ ঠেকিয়ে দিয়ে আক্রমণে উঠে যায় ভারত। খালি জায়গায় রুপনার সঙ্গে ওয়ান টু ওয়ানে বল পেয়ে যান ভারতের সুমতি। তবে এবারও সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন সুমতি।

এদিকে, ৩০তম মিনিটে অবশ্য ভারত একবার জালে বল জড়িয়ে ফেলেছিল। তবে অফসাইডের বাঁশির কারণে ভারতীয়রা গোলের আনন্দে ভাসতে পারেনি। প্রথমার্ধে আর কেউই শক্ত আক্রমণ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই স্লো স্টার্ট করে। খেলার ৬০তম মিনিটের পর থেকে আবারও আক্রমণে ধারালো হয় দুই দল। তবে আক্রমণ-প্রতি আক্রমণ চললেও গোলশূন্য ড্র ছাড়া ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি ভারত বা বাংলাদেশের কোনো মেয়ে।

দুই দলই এক জয় এবং এক ড্র পেলেও শীর্ষে আছে ভারত। ১২ গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত শীর্ষে থাকছে। বাংলাদেশ আছে এর পরের অবস্থানেই।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন