২৬ জুন ২০২৪, বুধবার



মাই স্টোরি নিয়ে কথাবন্ধু জুবায়ের

বিনোদন ডেস্ক || ২৯ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
মাই স্টোরি নিয়ে কথাবন্ধু জুবায়ের


টেলিভিশন কিংবা রেডিও বিনোদনের অন্যতম মাধ্যম। নানান সময়ে দর্শকদের জন্য নানান রকমের আয়োজন থাকে। বিশেষ করে কন্ঠের যাদুতে নানান রকমের কথার তালে কিংবা সুরে শ্রোতাদের হৃদয়ে নাড়া দেয় একজন কথাবন্ধু।  তারই ধারাবাহিকতায় এবার প্রতিভাবান কিছু মানুষের গল্প তাদের নিজের মুখে শোনাতে 'মাই স্টোরি উইথ আরজে জুবায়ের' শো নিয়ে হাজির হচ্ছেন এ সময়ের জনপ্রিয় কথাবন্ধু আরজে জুবায়ের। 

প্রোগ্রামটি সম্পর্কে কথাবন্ধু জুবায়ের বলেন, ভালোবাসার থাকে নানা রঙ,নানা রূপ। থাকে হাজারো ব্যাখ্যা। ভালোবাসা কি কেবল তরুণ তরুণীর মাঝেই হয়? নাহ ভালোবাসা বিস্তৃত। নিজের কাজের সাথেও থাকে একটি গভীর সম্পর্ক। এ সম্পর্কেরই নানান দিক জানা যাবে 'মাই স্টোরি উইথ আরজে জুবায়ের' শো তে। 

প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১০টা রেডিও ধ্বনিতে ৯১.২এফএম এ একই সঙ্গে দেখা এবং শোনা যাবে প্রোগ্রামটি।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন