০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



আত্মঘাতী গোলে জয় পেলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ২৪ মার্চ, ২০২৩, ০৫:৩৩ পিএম
আত্মঘাতী গোলে জয় পেলো বাংলাদেশ


ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ। কিন্তু আজ তৃতীয় ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো গোলাম রব্বানী ছোটনের দল। শুক্রবার (২৪ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে আত্মঘাতী গোলে জয় পেলো বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৭৪ মিনিটে ভারতের আখিলা রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায়। জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার।

বাংলাদেশ প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো। ৬ মিনিটে বা প্রান্ত দিয়ে পূজা দাস বল নিয়ে ভারতের বক্সের ভেতরে ঢুকে গড়ানো ক্রস করেন। সেই বলে ঠিকঠাক পা লাগাতে পারেননি সুলতানা।

এদিকে, ম্যাচের শেষ দিকে গোল হওয়ায় হতাশায় ডুবে ভারতের মেয়েরা। যদিও ম্যাচে একাধিক গোল করার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক সঙ্গীতার নৈপুণ্যে বেঁচে যায় লাল-সবুজের দল।

প্রসঙ্গত, তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। এদিকে দুই ম্যাচে ভারতের প্রথম হার। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২৮ মার্চ।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন