আজ ২৪ মার্চ। কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। এমন শুভদিনে হোটেল রেডিসনে ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা দিলেন তিনি।
এসময় সাকিব বলেন, ‘মানুষের কল্যাণে কিছু করতে চাই। সেই চাওয়া থেকে ক্যানসার ফাউন্ডেশন তৈরি করার পরিকল্পনা। এই মরণ ব্যাধিতে অনেক আপনজন হারিয়েছি। আর হারাতে চাই না। যারা এই ব্যাধিতে আক্রান্ত, তাদের পাশে দাঁড়াতে চাই।’
২০২০ সালে করোনা মহামারীতে নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে আর্তমানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবারও বড় উদ্যোগ নিলেন দেশের ক্রিকেটাঙ্গনের এই প্রাণভোমরা।
বিশ্বজুড়ে দিনদিন ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। বাংলাদেশও এর বাইরে না। এই রোগের চিকিৎসার খবর ধনী-গরিব সবারই জানা। আর সেই চিন্তা থেকেই এবার দেশের ক্রিকেটারের এই পোস্টারবয় প্রতিষ্ঠা করলেন নিজের নামে ক্যানসার ফাউন্ডেশন ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’।
অনুষ্ঠানে সাকিব বলেন, ‘মাহে রমজানের প্রথম দিন, আবার জুমার দিন, আজ আমার জন্মদিন। আরও একটি কারণে আজকের দিনটি আমার কাছে বিশেষ, সেটি হলো- ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ চালু হলো আজ থেকে।’
আজ সন্ধ্যায় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ, নাঈম ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম এবং সারোয়ার ইমরানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ঢাকা বিজনেস/এম