২৬ জুন ২০২৪, বুধবার



বোয়ালমারী পৌরসভার বাজেট ঘোষণা

ফরিদপুর সংবাদদাতা || ১৯ জুন, ২০২৩, ০৪:০৬ পিএম
বোয়ালমারী পৌরসভার বাজেট ঘোষণা


ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মো. সেলিম রেজা এ বাজেট ঘোষণা করেন।

পৌরসভার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনাসহ নাগরিক সেবা নিশ্চিতে সকলকে উন্মুক্ত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে পৌর মেয়র  ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত ৬৭ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৪৫৬ টাকার বাজেট তুলে ধরেন। 

সেলিম রেজা বলেন, ‘পৌরবাসীর সুবিধার্থে সুপেয় পানির লাইনের কাজ শেষ পর্যায়ে, পানি নিষ্কাশনের জন্য অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে।’ এ সময় তিনি পৌর বাজার যানজট নিরাসনে যে সকল সড়ক  প্রশস্তকরনেরকাজ চলছে তা থেকে সুবিধা পেতে ব্যবসায়ীদের সহযোগীতা চান। 

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন