১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

একদিন সবুজ জ্বলবে

রকিবুল হাসান || ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম
একদিন সবুজ জ্বলবে


একদিন জ্বলজ্বল করবে সবুজ  
তাকিয়ে দেখবো শুধু, কাউকে কখনো 
নক করবো না কেউ
থাকবে না আমাদের একটু অপেক্ষা 
থাকবে না কোনো কষ্ট
অথবা কোনো যন্ত্রণা। 

সবুজ জমিন বিরান হয়ে উঠবে
মনের জমিনে আর  থাকবে না টান
চোখে থাকবে না কোনো দেখার  পিপাসা  
মধ‍্যরাত জাগবে না  আর অন্ধ-গোপন আলোয়। 

একদিন অনাদরে সবুজ পড়ে থাকবে 
অনাবাদী জমিনে হয়তো 
আমরা কেউ কাউকে আর খুঁজবো না 
নদীরা তো বয়ে যাবে আগের মতোই 
আকাশে বিজলি চমকাবে 
সবুজে সবুজে ভরে যাবে কত উর্বর শরীর
শুধু আমাদের এই সবুজ জ্বলবে 
ধূসর-বিবর্ণ কবিতায়।



আরো পড়ুন