২৬ জুন ২০২৪, বুধবার



সিলেট স্টেডিয়ামে চিলের মিছিল

হাকিম মাহি, সিলেট থেকে || ২২ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
সিলেট স্টেডিয়ামে চিলের মিছিল


ভোর রাত থেকেই সিলেটে ঝুম বৃষ্টি। সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি থামার কোনো সম্ভাবনাই দেখা যায়নি। তারপর দিন বাড়তে থাকে, ধীরে ধীরে কমতে থাকে বৃষ্টি। এদিকে, বৃষ্টির কারণে বাংলাদেশ ক্রিকেট দলের বুধবার (২২ মার্চ) সকাল ১০টার অনুশীলন বন্ধ হয়ে যায়। নতুন শিডিউল অনুযায়ী বেলা ১টায় অনুশীলন শুরু হবে। এখন চলছে স্টেডিয়ামের পানি শুকানোর কার্যক্রম। 

এদিকে, সকাল ৯টায় বৃষ্টি থামার পরপরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একঝাঁক চিল দেখা যায়। এই ঝাঁকে অর্ধ শতাধিক চিল রয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, প্রায় খেলাতেই এমন পশু-পাখির ঝাঁক দেখা যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে একটি খেলায় বানরের দলও দেখা গেছে।



তারা আরও বলেন, একবার শঙ্খচিল, শালিকের ঝাঁকও দেখা গেছে। স্টেডিয়ামের পাশেই বনাঞ্চল থাকায় মাঝেমধ্যে শিয়ালও দেখা যায়। তবে, আজকের বিষয়টা খুব ভিন্ন মনে হয়েছে। এত চিল একসঙ্গে স্টেডিয়ামে আর দেখিনি। 

স্টেডিয়ামে পানি শুকানোর কাজে কর্মরতরা বলেন, বৃষ্টি হলে কিছু পোকা দেখা যায়। সেগুলো মূলত খাওয়ার জন্য চিলসহ বিভিন্ন পাখি এখানে আসে। তবে, আজ অনেক বেশি চিল দেখা গেলো। লোকসংখ্যা বাড়লে আর চিল থাকবে না এখানে।



এদিকে, আকাশে ঝলমলে রোদ উঠেছে। মাঠের পানিও প্রায় শুকিয়ে গেছে। আশাকরা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সূচি অনুযায়ী বেলা ১টায় অনুশীলনে নামবে তারা। এরপর দেড়টায় স্টেডিয়ামে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।    

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন