০৩ জুলাই ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

ব্যাংকগুলো যেন লিকুইডিটি সমস্যায় না পড়ে: ড. আতিউর

স্টাফ রিপোর্টার || ১৮ মার্চ, ২০২৩, ০৬:০৩ পিএম
ব্যাংকগুলো যেন লিকুইডিটি সমস্যায় না পড়ে: ড. আতিউর ড. আতিউর রহমান


সারাবিশ্ব এখন অনিশ্চিত সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

তিনি বলেন, ‘দেশের ব্যালেন্স অব পেমেন্ট নেতিবাচক। এই সময় বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে বড় সাপোর্ট দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে কোনো ব্যাংক যেন লিকুইডিটি সমস্যায় না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

শনিবার  (১৮ মার্চ) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত ‘পোস্ট কোভিড প্রভাব এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ: অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারে সাবেক গভর্নর এসব কথা বলেন। 

আতিউর রহমান বলেন, ‘এই কঠিন সময়ে যারা দারিদ্র্যের  শিকার হয়েছেন, তাদের সামাজিকভাবে সহযোগিতা করা দরকার।  এক্ষেত্রে অনেক বেশি পরিমাণে টাকা ঢেলে দেওয়া উচিত নয়। দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছে, যা বর্তমান প্রায় ২ হাজার ৮০০ ডলার। তবে মূল্যস্ফীতি ব্যাপকহারে বাড়ছে। একইসঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। সবকিছুই হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে।’

সাবেক এই গভর্নর বলেন, ‘বাংলাদেশের ঋণ পাওয়ার ইতিহাস খুব বেশি ভালো নয়। আমরা চাইলেই বিদেশি সংস্থাগুলো থেকে ঋণ নিতে পারি না। সংস্থাগুলো প্রতিশ্রুতি দিলেও ঋণ পেতে কিছুটা সময় লাগে। একইসঙ্গে বর্তমানে সঞ্চয়পত্র বিক্রি কমেছে। এজন্য সরকারকে ব্যাংক খাত থেকে অনেক বেশি ঋণ নিতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকও ব্যাপক সহযোগিতা করছে। দেশ কৃষিক্ষেত্রে অনেক এগিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নেই।’

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন