২৬ জুন ২০২৪, বুধবার



ভারতের বিপক্ষে চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ১২ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
ভারতের বিপক্ষে চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা


বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে আবারও মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। লাল বলে ভারতের বিপক্ষে আগামী জানুয়ারির শেষ দিকে মাঠে নামবে  ইংল্যান্ড।ইতোমধ্যে তিন চমক রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

সোমবার (১১ ডিসেম্বর) পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে ইসিবি। ভারতের মাটিতে হওয়া এ সিরিজে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 

১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিন তরুণ ক্রিকেটার। নতুন মুখের মধ্যে রয়েছেন শোয়েব বশির, রেহান আহমেদ এবং টম হার্টলি। যারা এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে নামেননি। তিন তরুণ ক্রিকেটার হলেন- ল্যাঙ্কাশায়ারের টম হার্টলি, সমারসেটের শোয়েব বশির ও সারের গাস অ্যাটকিনসন। 

দল থেকে বাদ পড়েছেন নিয়মিত ক্রিকেটার ক্রিস ওকস, লিয়াম ডসন এবং উইল জ্যাকস। তবে দলে রয়েছে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন, ব্যাটসম্যান জো রুট এবং জনি বেয়ারস্টো। পুনরায় দলে ডাক পেয়েছেন ল্যাঙ্কাশায়ারের লেগ স্পিনার রেহান আহমেদ। 

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজ়ে ভাল ফল করতে মরিয়া ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে স্কোয়াডে রাখা হয়েছে চার স্পিনারকে। 

ভারত সফরে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। প্রথম টেস্ট ২৫-২৯ জানুয়ারি হায়দরাবাদে, ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট, তৃতীয় টেস্ট হবে ১৫-১৯ ফেব্রুয়ারি রাজকোটে, চতুর্থ টেস্ট ঝাড়খন্ড স্টেডিয়ামে হবে ২৩-২৭ ফেব্রুয়ারি, পঞ্চম ও শেষ টেস্ট হবে ৭-১১ মার্চ হিমাচল প্রদেশ স্টেডিয়ামে।

ইংল্যান্ডের দল

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, বেন ফোকস, টম হার্টলি, জ্যাক লিচ, ওলি পোপ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন