২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



ইতালিতে বন্যায় ৩৬ হাজার মানুষ ঘর ছাড়া

আন্তর্জাতিক ডেস্ক || ২১ মে, ২০২৩, ০৫:৩৫ এএম
ইতালিতে বন্যায় ৩৬ হাজার মানুষ ঘর ছাড়া


ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ১৪ জন মারা গেছেন। ঘরবাড়ি ছেড়েছেন ৩৬ হাজারেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার (২০ মে) প্রকাশিত নিউজ ইন ফ্রান্স এর একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছেন। এমিলা রোমাগনা অঞ্চলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। মানুষ নৌকায় করে চলাফেরা করছেন। 

এদিকে, ওই অঞ্চলে আরও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। রোববার পর্যন্ত এই সতর্কতা বাড়ানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‌‘জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। দেশের জরুরি অবস্থা মোকাবিলায় জাপানের জি ৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছি।’

এদিকে, রোববার (২১ মে) তার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘণ্টায় ছয় মাসের সমান বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারনে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন