০২ এপ্রিল ২০২৫, বুধবার



গাংনীতে বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মেহেরপুর সংবাদদাতা || ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম
গাংনীতে বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


মেহেরপুরের গাংনীতে বাড়ি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলা পাড়ার বসতবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আফেল উদ্দীন (৬০)। তিনি হাড়াভাঙ্গা কালিতলা পাড়ায় ইয়াদ আলীর ছেলে।

আফেল উদ্দীনের স্ত্রী তহমিনা খাতুন জানান, সুজন আলী ও তার বাবা আফেল উদ্দীন দুজনে বাড়িতে ছিল। পাশে একটি দোকানে ডিম কিনতে যান তিনি। বাড়ি ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় ছেলে সুজন আলীকে বাড়িতে পাননি। 

তহমিনা খাতুন বলেন, ‌‘ধারণা করছি সুজন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে।’ 

কাজিপুর ইউনিয়ন পরিষদ মেম্বার মো. মহিবুল ইসলাম বলেন, ‘ইতোপূর্বে সুজন আলী তার বাবাকে মারধর করেছে বলে প্রতিবেশি সূত্রে জানতে পেরেছি। তবে সে মানসিক প্রতিবন্ধী। বেশ কিছুদিন রাজশাহী, পাবনাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘সুজন আলী পলাতক রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুঈন/এম



আরো পড়ুন