২৪ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বিন্দু বিসর্গ পদক পেলেন আমিনুল ইসলাম

ঢাকা বিজনেস ডেস্ক || ১৩ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
বিন্দু বিসর্গ পদক পেলেন  আমিনুল ইসলাম


বিন্দু বিসর্গ পদক-২০২৩ পেলেন কবি আমিনুল ইসলাম। কবিতার বিশেষ অবদানের জন্য  তাকে এই পদক দেওয়া হয়েছে।  গত ১১ মার্চ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পদক তুলে দেওয়া হয়।  

এছাড়া কথাসাহিত্যে এই পদক পেয়েছেন  ম্যারিনা নাসরীন, প্রবন্ধ সাহিত্যে হামিদ রায়হান, শিশুসাহিত্যে জ্যোতির্ময় সেন, ভ্রমণকাহিনিতে শিউলী সিরাজ।  সাহিত্যে ‘সামগ্রিক অবদান’ রাখায় এই পদক পেয়েছেন নাসির আহমেদ, ফারুক মাহমুদ ও ফরিদ আহমদ দুলাল। 

বর্ষীয়ান কবি-কথাসাহিত্যিক সম্পাদক সাবেদ আল সা'দ সম্পাদিত ‘বিন্দু বিসর্গ’ ছোটকাগজের ২৩ বছর পূর্তিতে দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের শতাধিক কবি অংশ নেন। 

আলোচনা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমৃদ্ধ ছিল সারাদিনের আয়োজন।  অধ্যাপক মাজহারউল মান্নান দিনভর কর্মসূচির শুভ উদবোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় সারাদিন অংশগ্রহণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক জনাব মো. অলিউর রহমান।   

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন