২৯ জুন ২০২৪, শনিবার



কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনার ৭ পরামর্শ

ঢাকা বিজনেস ডেস্ক || ২৩ মে, ২০২৩, ০৬:০৫ পিএম
কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনার ৭ পরামর্শ


কাতার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭ দফা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  মঙ্গলবার (২৩ মে) কাতারের স্থানীয় সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের রিসার্স কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এসব পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিার ৭ পরামর্শ:

 ১. নেতার মূল্যবোধ থাকতে হবে;

২. লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে;

৩. লক্ষ্য অর্জনে পরিপূর্ণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে;

৪. দৃষ্টান্ত সৃষ্টিকারী নেতৃত্ব দিতে হবে এবং সমাজে ‘চেঞ্জ মেকার’ হতে হবে;

৫. জনগণ এবং দলের ওপর আস্থা রাখতে হবে;

৬. মাতৃত্বের চেতনাকে জাগিয়ে তোলা এবং

৭. নতুন এবং ভবিষ্যৎকে গ্রহণ করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘জীবনে ভিশন ও মিশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।’তিনি আরও বলেন, ‘শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।’

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে শেখ হাসিনা  বলেন, ‘আমরা একটি জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশে, একটি স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সমাজ এবং স্মার্ট মানবসম্পদ থাকবে।’তিনি  বলেন, ‘জনগণকে ডিজিটাল ডিভাইস ব্যবহারে দক্ষ করে গড়ে তোলা হবে যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখতে পারে।’

 প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর‌্যায় থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করছি। সারা দেশে কম্পিউটার প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এবং হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা।’সূত্র: বাসস

 ঢাকা বিজনেস/এনই/

 



আরো পড়ুন