২৯ জুন ২০২৪, শনিবার



চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাচ্ছে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক || ১৬ জানুয়ারী, ২০২৩, ০৮:৩১ পিএম
চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাচ্ছে যেসব সিনেমা


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসর শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ৮ দিনে ১০টি বিভাগে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে এই আসরে। সোমবার (১৬ জানুয়ারি) চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে যেসব সিনেমা। 

প্রধান মিলনায়তন, জাতীয় জাদুঘর

সকাল ১০টা ৩০ মিনিটে 'মম', 'আ’ম অ্যালাইভ', কাজাখস্তান। বেলা ১ টায় 'দ্য অ্যাপল ডে', ইরান। বেলা ৩টায় 'কারমালিংক', কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র। বিকেল ৫টায় 'হাওয়া', বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় 'মাদারলেস', ইরান।

সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর

সকাল ১০টা ৩০ মিনিটে 'দ্য লাস্ট স্নো', ইরান। বেলা ১টায় 'ঢেউ', বাংলাদেশ। বেলা ৩টায় 'ফরবিডেন ওম্যানহুড', ইরান। বিকেল ৫টায় 'এবং চাঁদ', ভারত। সন্ধ্যা ৭টায় 'সিলভেস্টার ইন লাভ', ইতালি।

জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল ১০টা ৩০ মিনিটে 'সৌদি বেল্লাকা', ভারত। বেলা ১টায় 'দ্য হান্টারেস', চিলি। বেলা ৩টায় 'দ্য অপোজিশন', ইরান। বিকেল ৫টায় 'দ্য ডোর', বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় 'ধূসরযাত্রা', বাংলাদেশ।

সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন, শিল্পকলা একাডেমি

সকাল ১০টা ৩০ মিনিটে 'বালিত', ইরান। বেলা ১টায় 'জাজড বডিজ', আর্জেন্টিনা। বেলা ৩টায় 'লাইক ফাদার', 'লাইক সন', রাশিয়া। বিকেল ৫টায় 'বিফোর রেইন', বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় 'আদার রে: আর্ট অব সত্যজিৎ রায়', ভারত।

শিল্পকলার জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন (ষষ্ঠ তলা)

সকাল ১০টা ৩০ মিনিটে 'কিকো অ্যান্ড দ্য অ্যানিমেলস', ফ্রান্স ও সুইজারল্যান্ড। বেলা ১টায় 'উই শ্যাল মিট ইয়েট অ্যাগেইন', ভারত। বেলা ৩টায় 'দ্য উইন্ড দ্যাট শেকস দ্য সুগার ক্যানস', ইরান। বিকেল ৫টায় 'জন্ম নিল বাংলাদেশ', ভারত। সন্ধ্যা ৭টায় 'ডিয়ার ফ্রেন্ড', ভারত।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন